All Menu

এমপি কিরনের সাথে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় বারের মতো নির্বাচিত ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। বুধবার (১২ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) রাতে বেগমগঞ্জ বিসিক শিল্প নগরীতে মামুনুর রশিদ কিরন এমপির অফিসে দেখা করেন নুর হোসেন মাসুদ। এ সময় একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করান। এ সময় বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জেসমিন আক্তারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top