All Menu

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ইং উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে র‌্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন দুপুরে জেলা জেলা প্রশাসক কার্যালয় থেকে র‍্যালীটি বের হয়ে র‌্যালী পরবর্তী জেলা প্রশাসক হল রুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম এর সভাপতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার), সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ মৌলভীবাজার এর উপপরিচালক সামছুউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আব্দুল হক। বক্তব্য রাখেন- কাশিনাথ আলা উদ্দীন স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুর রহমান বাবুল, সাংবাদিক হাসনাত কামাল প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top