মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৪। বুধবার ৫ জুন দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তাফা শাহীন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার ও গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।