All Menu

শফি আহমেদ এর মৃত্যুতে পরিকল্পনা মন্ত্রীর শোক প্রকাশ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শফি আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী জনাব মেজর জেনারেল আব্দুস সালাম, আর সি ডি এস, পি এস সি (অব), এমপি।
পরিকল্পনা মন্ত্রী এক শোকবার্তায় বলেন, শফি আহমেদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। দেশ ও জনগণের সেবায় তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top