All Menu

আন্তর্জাতিক শ্রম সংস্থার ১১২তম সম্মেলনে যোগদানে সুইজারল্যান্ড যাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম চৌধুরী, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম চৌধুরী, এমপি আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ১১২ তম সম্মেলনে যোগদান উপলক্ষে সোমবার (০৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। মঙ্গলবার (০৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ১১২ তম প্লেনারি সম্মেলনে যোগ দিবেন প্রতিমন্ত্রী। বুধবার (০৫ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) স্থানীয় সময় সকাল ১০টায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক H. E. Mr. Gilbert Houngbo এর সাথে এক সভায় মিলিত হবেন। এছাড়া একইদিন প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম চৌধুরী আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ১১২ তম প্লেনারি মিটিং এ বক্তৃতা করবেন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রম-মন্ত্রীদের সাথে বৈঠক করবেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি ইলেকশনে শুক্রবার (০৭ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন এবং ১১-১২ জুন ১১২ তম আন্তর্জাতিক শ্রম সংস্থার টেকনিক্যাল কমিটির সভায় যোগ দিবেন। তিনি ১৩ জুন বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে জেনেভা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top