All Menu

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস কার্যালয় ঘুরে গেলেন অতিরিক্ত সচিব

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ঔষধাগার পরিচালক, অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকালে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জে স্কাউট আন্দোলনে তাঁর ছিলো অগ্রণী ভূমিকা। চাঁপাইনবাবগঞ্জে দু-দিনের সরকারি সফরের শেষ দিন শনিবার (০১ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস কার্যালয়ে আসেন। এসময় তাকে স্বাগত জানান, জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ। তার সাথে ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন ও স্বাস্থ্য-বিভাগের কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top