ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃক বিপুল পরিমাণ জনবলসহ ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠানোর অদম্য চেষ্টা চলমান রয়েছে। বৃহস্পতিবার (৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুর ১২টা পর্যন্ত গৃহীত কার্যক্রমের হালনাগাদ তথ্য নিম্নরূপ:
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ রিকভারির পরিমান-২ কোটি ৯৩ লাখ ৮৭ হাজার ২০৭ (৯৭%), রিকভারি অবশিষ্ট-৯ লাখ ২২ হাজার ৪৯৫ (৩%); ৩৩ কেভি ফিডার ক্ষতি-৭৬৬, রিকভারি-৭৬৬, রিকভারি অবশিষ্ট-০; ৩৩/১১ কেভি উপকেন্দ্র ক্ষতি-১১০৫, রিকভারি-১১০৪, রিকভারি অবশিষ্ট-১; ১১ কেভি ফিডার ক্ষতি-৬২৩৫, রিকভারি-৬১৪৫, রিকভারি অবশিষ্ট-৯০; বৈদ্যুতিক খুটি ক্ষতি-৩৮৩৩, রিকভারি-৩৬১০, রিকভারি অবশিষ্ট-২২৩; বিতরণ ট্রান্সফরমার ক্ষতি-২৮১, রিকভারি-২৬৫৩, রিকভারি অবশিষ্ট-১৬৫; তার ছেড়া স্প্যান (কি.মি.)-৩০৫৬; রিকভারি-২৮৬৬, রিকভারি অবশিষ্ট-১৯০; ইন্সুলেটর ক্ষতি-২৪২৫৮, রিকভারি-২৩৯১৬, রিকভারি অবশিষ্ট-৩৪২; মিটার ক্ষতি-৫৯৩৯৯, রিকভারি-৫৪৭১৯, রিকভারি অবশিষ্ট-৪৬৮০। প্রাথমিক তথ্যানুসারে ১০৩ দশমিক ৩৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত ২৭মে ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিদ্যুতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। সমিতি, আরইবি-এর ঠিকাদার ও জনবলসহ ২১ হাজারের অধিক জনবল এলক্ষ্যে মাঠে কাজ করছে। বৃহস্পতিবার (৩০ মে ২০২৪ খ্রিস্টাব্দ) সন্ধ্যা নাগাদ ৯৯% গ্রাহককে সংযোগ দেয়া সম্ভব হবে। বাকি ১% গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার প্রত্যন্ত অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। চ্যালেঞ্চ মোকাবিলায় যথাসম্ভব দ্রুততার সাথে সংযোগের ব্যবস্থা নেয়া হবে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র মোট গ্রাহক সংখ্যা-১৫ লাখ ৪৮ হাজার ১৫৪, বর্তমান বিদ্যুতায়িত গ্রাহক সংখ্যা-১৫ লাখ ৪৮ হাজার ১৫৪, রিকভারি অবশিষ্ট-০। অর্থাৎ ইতোমধ্যে বৈদ্যুতিক লাইন মেরামত করে শতভাগ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ নিশ্চত করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।