ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঘূর্ণিঝড় রিমাল-এর প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কর্তৃক সরেজমিনে পর্যবেক্ষণ ও এর ক্ষয়-ক্ষতি প্রতিকারের দ্রুত কার্যক্রম গ্রহণ করেছে। সরেজমিন পর্যবেক্ষণে ক্ষয়-ক্ষতি ও গৃহীত কার্যক্রম তথ্য:- ঘূর্ণিঝড় রিমাল-এর প্রভাবে আরইবি’র বিতরণ ব্যবস্থার পুনঃস্থাপন সংক্রান্ত হালনাগাদ তথ্য:-বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২, রিকভারির পরিমাণ- ১ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৭০২, রিকভারি অবশিষ্ট- ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার; ৩৩ কেভি ফিডার- ক্ষতি-৭৬৬, রিকভারি-৪৫৫, রিকভারি অবশিষ্ট- ৩১১; ৩৩/১১ কেভি উপকেন্দ্র ক্ষতি ১১০৫, রিকভারি- ৬৫৪, রিকভারি অবশিষ্ট- ৪৫১; ১১ কেভি ফিডার- ক্ষতি ৬২৩৫, রিকভারি- ২৩৮৪, রিকভারি অবশিষ্ট- ৩৮৫১; বৈদ্যুতিক খুটি- ক্ষতি ৩৮৩৩, রিকভারি- ২৫৬৭, রিকভারি অবশিষ্ট- ১২৬৬; বিতরণ ট্রান্সফরমার ক্ষতি- ২৮১৮, রিকভারি- ১৬৯৬, রিকভারি অবশিষ্ট- ১১২২; তার ছেড়া স্প্যান (কি.মি.)- ৩০৫৬, রিকভারি- ১৩৬৩, রিকভারি অবশিষ্ট- ১৬৯৩; ইন্সুলেটর ক্ষতি ২৪২৫৮, রিকভারি- ৭৭২৫, রিকভারি অবশিষ্ট-১৬৫৩৩; মিটার ক্ষতি ৫৯৩৯৯, রিকভারি- ৩০৯৩৩, রিকভারি অবশিষ্ট- ২৮৪৬৬। প্রাথমিক তথ্যানুসারে ১০৩ দশমিক ৩৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, সমিতি, আরইবি’র ঠিকাদার ও জনবলসহ ৩০ হাজারের অধিক জনবল মাঠে কাজ করছে। আজ সন্ধ্যা ৬ টা নাগাদ ৫০% গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। রাতের মধ্যে ৬০% এবং ২৯/০৫/২০২৪ তারিখের মধ্যে সকল ৩৩ কেভি ও ১১ কেভি লাইন চালুর মাধ্যমে ৮০% গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করার প্রচেষ্টা অব্যাহত আছে। বাকি গ্রাহকদের সার্ভিস ড্রপ ও মিটার বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে বিধায় পরবর্তীতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর মোট গ্রাহক সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ১৫৪, বর্তমান বিদ্যুতায়িত গ্রাহক সংখ্যা ১৪ লাখ ৩ হাজার ৫২৬, রিকভারি অবশিষ্ট ১ লাখ ৪৪ হাজার ৬২। প্রাথমিক তথ্যানুসারে ওজোপাডিকো’র ক্ষয়-ক্ষতি ৫ কোটি ৭ লাখ ৮১ হাজার ৭০২ দশমিক ১৫ টাকা। বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলমান রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।