আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুল প্রাঙ্গনে দুইশত জন নারী পুরুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ ওঁরাও উপস্থিত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যেককে ১ কেজি চাল, আধা কেজি মসুর ডাল, ১কেজি লবন, ১ কেজি চিনি, এক লিটার ভোজ্য তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, বুদিয়া, গুড়ো দুধ, মসলা, সাবান প্রভৃতি দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।