আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সরবরাহ করা পানি না পেয়ে কলস নিয়ে বিক্ষোভ করছে শহরের মসজিদ পাড়ার বাসিন্দার। সোমবার (০৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে কলস, বোতল, জার নিয়ে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল সহকারে পৌরসভায় সামনে এসে জড়ো হয়। এসময় তারা পানি সংকটের কথা পৌর কর্তৃপক্ষের কাছে তুলে ধরে। পরে পৌর কর্তৃপক্ষের নতুন গভীর নলকূপ স্থাপনের আশ্বাসে ভুক্তভোগী নাগরিকরা ফিরে যান। মসজিদ পাড়া এলাকায় বাসিন্দারা অভিযোগ করেন, গত কয়েকদিন থেকে একরকম তারা পৌরসভার সরবরাহ করা পানি পাচ্ছেন না। এতে করে তাদের রান্নাসহ দৈনন্দিন নানা কাজে নানা সংকটে পড়তে হচ্ছে। পৌর কাউন্সিলরকে একাধিকবার বলেও কোন সুরাহা না হওয়ায়, বাধ্য হয়েই বিক্ষোভ করে পৌরসভায় এসেছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান জানান, গত কয়েকদিন লোডশেডিং এর কারনে পানির উত্তোলনের গভীর নলকূপ গুলো চালাতে গিয়ে একটু ব্যাঘাত ঘটেছে, এছাড়াও পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির উত্তোলন হচ্ছে কম। এ সব কারনে পানি সরবরাহে কিছু কিছু এলাকায় সমস্যা হচ্ছে। মসজিদ-পাড়া এলাকার বাসিন্দাদের সমস্যা সমাধানে ওই এলাকায় নতুন একটি গভীর নলকুল স্থাপনের উদ্যোগ নেয়া হবে দ্রুতই। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ জানান, পৌরসভা ২০ হাজার ৬০০ গ্রাহককে ২৭ টি গভীর নলকূপ ও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। আমরা গ্রাহকদের পানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমাদের খরচের খাতের প্রথমেই গভীর নলকূপ গুলোর বিদ্যুৎ বিলকে রেখেছি। এখন প্রিপেইড মিটার হওয়ায়, আমাদের সবসময়ই সতর্ক থাকি। আমাদের গ্রাহকদের কাছে কোটি টাকার উপরে বকেয়া পানির বিল পড়ে আছে। নিয়মিত যদি গ্রাহকরা পানির বিল পরিশোধ করে, তাহলে আমাদের উপর কিছুটা চাপ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।