All Menu

মোহন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মানব সেবাই আমাদের লক্ষ্য এই শ্লোগান নিয়ে গরীব ও অসহায় মানুষের জন্য গঠিত সংগঠন “মোহন ফাউন্ডেশন” এর উদ্যোগে ১৬০ জনকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (০৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে মাসুদ ম্যানশন, পশ্চিমবাজার, বেরীরচড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মোহন ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহন মিয়ার সভাপতিত্বে ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক সাংবাদিক মো: মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মাহতাব আহমেদ সাচ্চু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা নাট্য পরিষদ ( জেনাপ), মৌলভীবাজার সভাপতি ও সাবেক ভিপি আব্দুল মতিন, মোহন ফাউন্ডেশন এর উপদেষ্টা রুয়েল চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী আ.স.ম ছালেহ সোহেল, মোহন ফাউন্ডেশন এর উপদেষ্টা আজিজুল হক সেলিম, মনু থিয়েটার মৌলভীবাজার এর সভাপতি সুদীত দাশ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, রেডিও পল্লীকন্ঠ সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান, প্রবাসী অধিকার বাংলাদেশ ফোরাম, মৌলভীবাজার সভাপতি তাওহীদ ইসলাম, মোহন ফাউন্ডেশন এর উপদেষ্টা কয়ছর আহমেদ, মোহন ফাউন্ডেশন এর উপদেষ্টা দেলোয়ার হোসেন ও সায়েম আহমদ প্রমুখ ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top