All Menu

হকি ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রীর শোক

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ হকি ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সহ-সভাপতি ও গত কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা মোহাম্মদ ইউসুফ শনিবার (৩০ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। বরেণ্য এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। শোকবার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মন্ত্রী বলেন, মোহাম্মদ ইউসুফ একজন দেশবরেণ্য ক্রীড়া সংগঠক ছিলেন। দেশের হকির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। হকিসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে তার যে অনবদ্য অবদান তা দেশের ক্রীড়াঙ্গনে প্রদীপ্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top