All Menu

স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক এমপি আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিমের মৃত্যুতে স্পীকারের শোক

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র রত্নগর্ভা মাতা নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্পীকার নাজমা রহিমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নাজমা বেগমের মৃত্যুতে আরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি ও হুইপবৃন্দ। বুধবার (২৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বিকাল ৩ টায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার প্রথম জানাযার নামাজ বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ১১ টায় দিনাজপুর গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় নামাজে জানাযা দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ী পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top