All Menu

স্বাধীনতা ও জাতীয় দিবসে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ- ১৯৭১ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৃঢ় নেতৃত্বে ও উদাত্ত আহবানে সাড়া দিয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের আবালবৃদ্ধবনিতা, ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। যাদের ত্যাগ, তিতিক্ষা ও আত্ম নিবেদনে অর্জন করেছি হাজার বছরের স্বপ্নের স্বাধীনতা। এ মাহেন্দ্রক্ষণে বিনম্র চিত্তে তাদের স্মরণ করতে মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: মশাহিদ আহমদ-এর নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি এড স্বপন কুমার দেব (আমাদের নতুন সময়/ দৈনিক আওয়ার টাইম), সহ-সভাপতি- জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), সহ-সভাপতি- অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক রুপবানী), অর্থ সম্পাদক- আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), চিনু রঞ্জন তালুকদার, (দৈনিক গণমুক্তি), জাহেদুল ইসলাম পাপ্পু, (কুলাউড়ার ডাক), বিজয় শাহ,(দৈনিক আজকালের সংবাদ), প্রবাসী অধিকার বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার এর সভাপতি তাওহিদ ইসলাম, এসএম ফাউন্ডেশন এর পরিচালক তোফাজ্জল হোসেন, সামাজিক ব্যক্তিত্ব এম.আকলু চৌধুরী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top