রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন ত্বরান্বিত করার লক্ষ্যে নীলফামারী জেলার ইউনিয়ন পরিষদ সচিবদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। নীলফামারী জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক-আল-মাসুদ। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মানুষের সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে সরকার চার ধরনের পেনশন স্কিম চালু করেছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চাঁদা প্রদানের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। সমাজের অনেকেই এখনো সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবগত নন। পেনশন স্কিমের সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদ সচিবদের কাজ করতে হবে। সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য তিনি ইউনিয়ন পরিষদ সচিবদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভার শুরুতে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কিত তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।