ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ নবীরুল ইসলাম নতুন কর্মস্থলে যোগদান করেছেন। তিনি সোমবার (১১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) পূর্বাহ্ণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নিকট তাঁর যোগদান পত্র পেশ করেন। গত ৬ মার্চ ২০২৪ তারিখ অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে তাঁকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।