আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং নজিপুর পৌর সভা ও বিভিন্ন এনজিও সংস্থার সমন্বয়ে শুক্রবার (৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “নারীর সমঅধিকার সম-সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এবারে এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা চত্বরে বর্ণাঢ্য এক শোভাযাত্রা শেষে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, খাতিজাতুল কোবরা মুক্তা, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম নজিপুর পৌর সভার মহিলা কাউন্সিলর ফারজানা বেগম, ফারহানা বেগম সহ অন্যান্য কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সূধীজন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।