All Menu

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে বঙ্গভবনে আলোচনা সভা

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আজ বঙ্গভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বঙ্গভবনের কেবিনেট হলে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান রাষ্ট্রপতির কার্যালয়ের উপ-প্রেস সচিব মুহা. শিপলু জামান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লে. কর্নেল মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও কাঙ্ক্ষিত বিজয় অর্জনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোকপাত করেন কার্যালয়ের জন বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন ও যুগ্ম সচিব মোঃ শরিফুল ইসলাম। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ কীভাবে একটি জাতিকে জাগিয়ে তুলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করেছিল সে বিষয়ে আলোচকগণ গুরুত্বারোপ করেন। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করেন আলোচকবৃন্দ।
রাষ্ট্রপতির কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top