All Menu

রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, বহি: বাংলাদেশ ছুটি শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে রাজনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী এর সভাপতিত্বে ও সাংবাদিক রিংকু চক্রবর্তী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন- রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান। বহি: বাংলাদেশ ছুটি শেষে দেশে প্রত্যাবর্তন করায় মোটর সাইকেল শো-ডাউন করে উপজেলা পরিষদ হলরুমে নিয়ে আসেন স্থানীয় লোকজন। এ সময় ফুলের তোড়া দিয়ে গ্রহণ করেন উপজেলা পরিষদ, ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার নাগরিকবৃন্দ। প্রধান অতিথি মোঃ শাহজাহান খান তার বক্তব্য বলেন- আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আন্তরিকতায় আমার দায়িত্ব ও কর্তব্য আরো অনেক বাড়িয়ে দিয়েছে। আপনারা আমাকে নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে ছিলেন। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ইং, আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে পুনরায় জনগণের সেবা ও উন্নয়ন করতে চাই। আমরা উন্নয়নে বিশ্বাসী। আমাদের মৌলভীবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে কাজ করছেন। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তিনি উপস্থিত সকল নাগরিক ও উপজেলাসহ জেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, ৬নং টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, ৭নং কামারচাক ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ কায়েস আহমদ, রাজনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, রাজনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ খান প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে রাজনগর উপজেলার উপজেলার ১নং ফতেপুর, ২নং উত্তরভাগ, ৩নং মুন্সিবাজার, ৪নং পাঁচগাঁও, ৫নং রাজনগর, ৬নং টেংরা, ৭নং কামারচাক, ৮নং মনসুরনগরসহ উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top