All Menu

রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে আসন্ন পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোক্তার স্বার্থ সংরক্ষণে বিভিন্ন করনীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব জেলা শাখা এই সভার আয়োজন করে। সভায় আসন্ন রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণের কথা জানায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিছুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব জেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. তাজেমুল হকসহ ব্যবসায়ী, জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার ভোক্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top