All Menu

রমজানে পবিত্রতা রক্ষা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভা

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন পবিত্র রমজানে পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য দ্রব্যমূল্য স্থিতিশীলতা বজায়, সরবরাহ পর্যাপ্ত রাখতে, নিরাপদ খাদ্য, খাদ্যে ভেজাল, দূষণ প্রতিরোধ ও নিরাপত্তার বিষয়ে ব্যবসায়ীদের নিয়ে সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার। শনিবার (২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নিজস্ব মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ। ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকছুদুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি স্যানিটারি পরিদর্শক মোঃ কোবাদ আলী, ভোক্তা অধিকার দপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুম আলী, আদর্শ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাদিকুল ইসলাম, নিশান বেকারির স্বত্বাধিকারী মোঃ মাসুদ, খেজুর ব্যবসায়ী মোঃ এনামুল হক, মাছ আড়ৎদার সভাপতি মোঃ ইয়াদুল হক, রহনপুর বড়বাজারের মুদি ব্যবসায়ী ভোলানাথ সাহা, মাংস ব্যবসায়ীসহ অন্যরা। উপস্থিত ছিলেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বারে সিনিয়র সহ-সভাপতি মোঃ মসিউর করিম বাবু সহ চেম্বারে সদস্যগণ, সভায় জেলার বিভিন্ন স্থানের বিভিন্ন ধরনের ব্যবসায়ীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া-কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়-কালে ব্যবসায়ীরা এসব বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top