আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: করবো বীমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ বীমা ফোরামের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে র্যালির শুভ সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স চাঁপাইনবাবগঞ্জের ভাইস প্রেসিডেন্ট মোঃ আলমগীর হোসেন, প্রাইম লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এরিয়া ম্যানেজার, চাঁপাইনবাবগঞ্জ মোঃ আশরাফুল আলম সিদ্দিকী, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের জেলা প্রতিনিধি মফিজুল ইসলাম, মেটলাইফ ইনস্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার আলামিন প্রমুখ। র্যালিতে জেলার বিভিন্ন বীমা কোম্পানি অংশগ্রহণ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।