All Menu

মসিক নির্বাচনে বরাদ্দ: মেয়র পদে লড়বেন ৫ জন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচন উৎসবমুখর করতে নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এবার দলীয় প্রতীক ছাড়া দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট-গ্রহণে প্রতিদন্ধিতা করছেন পাঁচজন মেয়র প্রার্থী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল থেকে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রতীক বরাদ্দ নিতে আসেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পছন্দের প্রতীক পেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারেও নেমে পড়েন তাঁরা। বিএনপি নির্বাচনে না আসায় এর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন চারজন। ময়মনসিংহ সিটির সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু পেয়েছেন দেয়াল ঘড়ি প্রতীক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া প্রতীক, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেক খান মিল্কী টজু পেয়েছেন হাতি প্রতীক, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক।আর জাতীয় পার্টি মনোনীত জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন লাঙল প্রতীক। এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম মসিক নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জনকে প্রার্থী করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ আলমসহ দু’জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে, তার প্রতিদ্বন্ধীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। পরে তিনি আর আবেদন করেননি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রতিদ্বন্ধী না থাকায় বিনা প্রতিদন্ধিতায় ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন ফরহাদ আলম। সেইসাথে মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে যাওয়ায় মেয়র পদে অ্যাডভোকেট ফারামার্জ আল নূর রাজীব ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলেও নির্বাচন থেকে ৯ কাউন্সিলর প্রার্থী সরে দাঁড়িয়েছেন বলেও জানান তিনি। উল্লেখ্য,৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটারের আয়তনের ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৩ হাজার ৮৭২, নারী এক লাখ ৭২ হাজার ৬১৫ এবং হিজড়া ৯ জন। আগামী ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১২৮টি কেন্দ্রে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top