কক্সবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি রবিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শন-কালে তিনি রামু সেনানিবাসে সৈনিক ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতি কমপ্লেক্স উদ্বোধন করেন। এছাড়াও, কক্সবাজারে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ‘জলতরঙ্গ’ এর বর্ধিতাংশ উদ্বোধন করেন। এসময় সেনা-সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ছবি ও তথ্যসূত্র: আইএসপিআর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।