জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৫) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এ, কে এম মোর্শেদ মানিক সভাপতি ও মো. কামরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ২০ সদস্যের মধ্যে ১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকেলেই প্রেসক্লাব নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার ও বিরামপুর সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদক দুটি গুরুত্বপূর্ণ পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে নির্বাচনে এ, কে, এম মোর্শেদ মানিক ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক আলী বাবু পেয়েছেন ৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল উদ্দিন রুমী পেয়েছেন ৬ ভোট। এর আগে ১২টি পদে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে ডা. নুরুল হক, সহ-সভাপতি পদে যথাক্রমে ফরিদ হোসেন, আব্দুল কাফী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম তানিম, সাংগঠনিক সম্পাদক পদে রিপন মানিক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে জাহিনুর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একলাছুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে মিজানুর রহমান ও রিয়াজুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।