All Menu

সীমান্তে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নদীতে মাছ ধরার সময় ভারতের সীমান্ত-রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক যুবক আহত হয়েছে। শনিবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবক হলেন, জাহাঙ্গীর আলম (২৪)। তিনি ভোলাহাট উপজেলার কলোনি পাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কার হয়েছে। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের বিএসএফের গুলিতে তার ডান হাতের কনুইয়ে আহত হন। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিক-ভাবে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সার্জারির ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। এবিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত যুবক এখন রাজশাহীতে ভর্তি আছে। আমার খবর নিচ্ছি। বিস্তারিত পরে জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া জানান, বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের নিকট থেকে শুনলাম। আমরা তদন্ত করে বিষয়টি জানার চেষ্টা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top