ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-বৃত্তিসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে-এর উদ্যোগে লন্ডন প্রবাসী সভাপতি পুষ্পিতা গুপ্ত খুটামারা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলমের সভাপতিত্বে ও সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকের স্থানীয় প্রতিনিধি হরিশ চন্দ্র রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা কানাডা থেকে আগত সুমিত্রা দেব মনি, সাধারণ সম্পাদক অতীশ দীপঙ্কর সাহা, সদস্য ময়ুখ সোম জিৎ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জ, উপজেলা কৃষকলীগের সভাপতি নির্মল কুমার শর্মা প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা কমরেড পান্না লাল সোম ও তনিকা দে তন্নী’র স্মরণে শিক্ষা-বৃত্তি সহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তারা। একই সাথে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতিষ্ঠানে একটি স্কুল ভ্যান দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।