চট্টগ্রাম, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আজ বিশ্ব বেতার দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য ‘ শতাব্দী জুড়ে তথ্য, বিনোদন ও শিক্ষা বিস্তারে বেতার’। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম আগ্রাবাদ বেতার ভবনে বেতার দিবসের উদ্বোধন করেন। পরে কমিশনারের নেতৃত্বে বেতার ভবন থেকে র্যালি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়। র্যালিতে বেতারের চট্টগ্রাম কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করেন। কমিশনার এ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, যখন টেলিভিশন, মোবাইল, ইন্টারনেট ছিলনা সেসময় বেতারই ছিল বহিঃর্বিশ্বে যোগাযোগের একমাত্র উপায়। স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম বেতার কেন্দ্রের ভূমিকা অনস্বীকার্য বলে তিনি উল্লেখ করেন। কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে শুরু হয়েছে কমিউনিটি রেডিও। এ লক্ষ্যে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বেতারকে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলতে হবে। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ এখনো বেতার বার্তার ওপর বেশি নির্ভর করে এবং সমুদ্রে অবস্থানরত সকল নৌযান বেতার বার্তা শুনেই নিরাপদ আশ্রয়ে অবস্থান নেয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।