All Menu

তেঁতুলিয়ায় ট্রাক্টর চাপায় চালক নিহত

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মালেক (২৪)। সে পেশায় তিনি একজন ট্রাক্টর চালক এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ গ্রামের এমাজ উদ্দীনের ছেলে। রবিবার (১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুর আড়াইটার সময় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ কীর্তনপাড়ায় গোরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কীর্তনপাড়া গ্রামের জুনাব আলীর ট্রাক্টর চালিয়ে আসছিলেন। রবিবার দুপুরের দিকে কীর্তনপাড়া কবরস্থান সংলগ্ন সাঁও নদী থেকে পাথর বোঝাই ট্রাক্টর (ট্রলি) নিয়ে ধার বেয়ে ডাঙায় উঠতে গেলে চাকার সমস্যা হয়। পরে চাকা মেরামতের জন্য চাকার সাইটে সাপোর্ট-কৃত যন্ত্র দিয়ে গাড়িটি’র চাকা তুলতে গেলে সাপোর্ট যন্ত্রটি পড়ে গিয়ে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, এ ঘটনায় মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top