All Menu

পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় ১জন নিহত

প্রতিকি চিত্র।

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলা সদরে ট্রেনের ধাক্কায় ১জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম বাচ্চু মিঞা (৪৫)। সে মাগুড়া প্রধানপাড়া গ্রামের খাদেমুল ইসলাম ওরফে বুয়ালির ছেলে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল ৯টায় সদরের মাগুড়া ইউনিয়নের মাগুরাকান্দর বড় ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বাচ্চু বুদ্ধি প্রতিবন্ধী। সকালে রেল লাইনের আশপাশে সে ঘুরছিল। এসময় ঢাকা থেকে ছেরে আসা আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেসের সামনে রেল লাইনে দারিয়ে যায় বাচ্চু। এসময় তাকে সতর্ক করারা জন্য বারবার হুইসেল বাজায় ট্রেনটি। পরে বাচ্চু মিঞা সড়ে না যাওয়ায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পঞ্চগড় সদরের মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top