All Menu

বরিশালে গ্রন্থাগার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’- এ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (০৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন গ্রন্থাগারের কর্ণধার, প্রকাশনা সংস্থা ও পুস্তক ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যম-কর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, বর্তমানে অনেক লাইব্রেরিতে পাঠক-সংখ্যা কমে গিয়েছে। সেই সাথে লাইব্রেরির ধরন পরিবর্তিত হয়ে অনলাইনের মাধ্যমে বই পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে বইয়ের পাতা উল্টিয়ে পড়ার আনন্দ অতুলনীয়। শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে এ আনন্দের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। তাদেরকে লাইব্রেরির সুন্দর পরিবেশে নিয়ে যেতে হবে। বরিশালে এ দিবসটি পালনের অংশ হিসেবে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে নিয়ে বইপাঠ, রচনা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top