All Menu

নওগাঁর পত্নীতলায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শনিবার (০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) উপজেলা সভাকক্ষে উপজেলা পর্যায়ে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত এক দিনের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম এর সঞ্চালনায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক উপবৃত্তি – পিএসইএটি ঢাকার মোহাম্মদ আনোয়ার হোসেন, গবেষণা কর্মকর্তা এসইডিপি, পিসিইউ ঢাকার আমিনুল ইসলাম, নজিপুর সরকারি ডিগ্রী কলেজর অধ্যক্ষ মতিউর রহমান, সহকারি প্রোগ্রামার মাউসি রফিকুল ইসলাম, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সূধীজন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top