All Menu

ভালুকায় পিক আপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ২ বোন নিহত

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার ভালুকায় পিক-আপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে পোশাক শ্রমিক ২ বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ভালুকার হাতিবেড় এলাকার মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। তারা দু’জন আসাদ আলীর মেয়ে ও সম্পর্কে সহোদর বোন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। শনিবার (০৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, পোশাক শ্রমিকদের বহন করা অটোরিকশাটি ভালুকার ভরাডোবার দিকে যাচ্ছিল এসময় অপরদিক থেকে মুরগী-বাহী একটি পিক-আপ ভ্যান ওই এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিক নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top