ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাশেম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মন্ত্রী বুধবার (৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মোঃ তাজুল ইসলাম বলেন, আবুল হাশেম খানের মৃত্যুতে জাতি একজন দক্ষ রাজনীতিবিদ এবং কুমিল্লা জেলা বঙ্গবন্ধুর একজন একনিষ্ঠ সৈনিককে হারালো। উল্লেখ্য, আবুল হাশেম খান (৬৮) বুধবার (৩১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।