রাজশাহী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রাজশাহী মহানগরীতে আলহাজ সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) নগরীর তেরখাদিয়ায় অবস্থিত সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫০ জন দুস্থ ও অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা অনেক বেশি। শীতার্ত মানুষের পাশে সহায়তা প্রদানে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সদস্যদের বৈঠকে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। অসহায় ও দুস্থ মানুষের পাশে সবসময় থাকতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে করণীয় নির্ধারণ করে কাজ করতে হবে। এসময় তিনি কলেজটির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আলহাজ সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান মানজালের সঞ্চালনায় এবং কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাসিকের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ শেষে রাসিক মেয়র কলেজের সার্বিক কার্যক্রম বিষয়ে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।