All Menu

চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সিসিডিবি

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে উন্নয়ন সংস্থা সিসিডিবি। সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বিকালে চাঁপাইনবাবগঞ্জের স্বরুপনগরে সিসিডিবির কার্যালয়ে কম্বল বিতরণ করেন, সিসিডিবির ডিপুটি ডিরেক্টর, মিস্টার চন্দন গমেজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার, মিস্টার আর্নেস্ট জয়, সিসিডিবি চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মোহন মন্ডল, ভারপ্রাপ্ত এরিয়া ম্যানেজার মায়া দাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানে দুইশত অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top