All Menu

সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ চোরাকারবারি আটক

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাকারবারির নাম মো: রূপচান রনি। সে উপজেলার জামিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। রবিবার (২৮ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে কটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়। সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ)দুপুরে এক সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার বিকেলে জামিনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে রুপচান রনি। ধাওয়া করে ধরার পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। রনি তিনটি বিওপির তালিকাভুক্ত চোরাকারবারি উল্লেখ করে বিজিবি অধিনায়ক জানান, তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল বিজিবি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top