All Menu

ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ১জন নিহত

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঞ্চলিক সড়কে ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফজলুর রহমান (৫৫)। সে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত ডামেস আলীর ছেলে এবং দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিল। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। আহতদের মমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঈশ্বরগঞ্জ-গামী সিএনজি ঈশ্বরগঞ্জ পৌর সদরের দত্তপাড়া মরাখলা এলাকায় আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহ-গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা ৬ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি যাত্রী ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত আরও ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top