নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বাল্য বিবাহ, মাদক, মানব পাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার কার্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক, জাতীয় মহিলা সংস্থার ট্রেইনার বিলকিস বেগমসহ সূধীজন প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।