ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে কুয়াশার মাঝে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী এক গাড়ির চাপায় লাল মিঞা (৩৫) নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। সে জগদল বাজার এলাকার ময়নুল হকের ছেলে। পেশায় তিনি একজন ইজি-বাইক (অটোরিকশা) চালক। শুক্রবার (২৬ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) গভীর রাতে রাতে পঞ্চগড় সদরের জগদল এলাকার গোয়ালপাড়া কদমতলার তেঁতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা রাতে ওই ব্যক্তিকে জগদল বাজার এলাকায় দেখতে পান। এদিকে ঘন-কুয়াশার মাঝে পায়ে হেটে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া কদমতলা গ্রামে পৌঁছালে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাত দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাথা পৃষ্ট হয়ে মারা যান তিনি। রাতেই জরুরী সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পঞ্চগড় ফায়ারসার্ভিস ও পঞ্চগড় সদর থানা পুলিশসহ তেঁতুলিয়া হাইয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মাথা পৃষ্ট হওয়ায় প্রথমে মরদেহের পরিচয় শনাক্ত না হলেও স্থানীয়দের সহায়তায় ঘন্টাখানেক পর তার পরিচয় শনাক্ত হয়। অপরদিকে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, লাল মিঞার অটো চালিয়ে আয়ের ৭’শত টাকা হারিয়ে যায়। সেই টাকা পায়ে হেটে খোঁজার সময় এ দুর্ঘটনাটি ঘটতে পারে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রনজু আহম্মেদ জানান, প্রাথমিক সুরতহাল ও তদন্তে জানা যাচ্ছে লাল মিঞা পায়ে হেটে রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী কোন ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। বর্তমানে মরদেহটি তেঁতুলিয়া হাইওয়ে থানায় রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।