জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিরামপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে জানুয়ারি’২৪ মাসের আলোচনায় অংশ নেন, বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান-দ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ শাহাজান আলী, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান আলী, বিজিবির প্রতিনিধিদ্বয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।