আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে ৩০০ দুঃস্থ রোগীর চক্ষু ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) সকাল সাড়ে ১০ টায় জেলা শহরের বালিগ্রামে সমিতি পরিচালিত চক্ষু হাসপাতাল চত্বরে প্রতিষ্ঠানটির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন এর সভাপতিত্বে ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এই ছানি অপারেশনের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মতিউর রহমান, নির্বাহী সদস্য এম কোরাইশী মিলু, হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান জাভেদ, ডা. রোমানা আফরোজ লেয়া, ডা. তৌহিদুল ইসলাম সুজন, সমিতির আজীবন সদস্য মো. মুষাসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।