ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন বিচিত্রা তির্কী। শনিবার (১৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বারকোনা গ্রামে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সহ-সভাপতি বিচিত্রা তির্কী পরবর্তী সময়ের জন্য কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি সভায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিচিত্রা তির্কী, ডা: ফিলিমন বাস্কে, বাসন্তী মূর্মূ, সাধারণ সম্পাদক নরেন পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, সহ-সাধারণ সম্পাদক বিমল খালকো, দপ্তর সম্পাদক নকুল পাহান, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, সম্পাদক মন্ডলীর সদস্য অজিত কুমার মুন্ডা সহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন (৬৬) শনিবার (১৩ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) রাত সোয়া ১টার সময় নিজ বাড়িতে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।