All Menu

তেঁতুলিয়া সীমান্তের তিন শতাধিক হত দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তের তিন শতাধিক হত-দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি। বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শিশু স্বর্গ ফাউন্ডেশনের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অর্থ ও হিসাব নিয়ন্ত্রক হোসেন পাটোয়ারী, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান, বাপবিবো’র সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম, এজিএম (প্রশাসন) তাহমিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী ফারুক হোসেন, এজিএম (আইটি) সোহেল রানা ও কাজী মকসেদুর রহমানসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top