আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঢালার চর (৭৮০) নিন্মগামী ট্রেন-এ আন্তঃনগর ‘পদ্মা ট্রেন’ ভ্রমণের সুবিধার্থে সময় সূচী পরিবর্তনের জন্য বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশা ও সদস্য সচিব মোঃ মুনিরজ্জাম মুনির স্বাক্ষরিত আবেদনে জেলা-বাসীর স্বার্থে ঢালার চর (৭৮০) নিন্মগামী ট্রেনটির সময়সূচী সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নাগরিক কমিটির উপদেষ্টা নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, এ্যাড. মোঃ আবু হাসিব ও মোঃ শফিকুল আলম ভোতা। জেলা নাগরিক কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম, মোঃ সাজেমান ও মোঃ মাসুম হোসেন। ঐতিহ্যবাহী জনপদ চাঁপাইনবাবগঞ্জ জেলা-বাসীর দাবীর পরিপ্রেক্ষিতে পাবনা থেকে ছেড়ে আসা ঢালার চর ট্রেনটি বেলা ১১.৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ প্লাটফর্ম স্টেশনে আসে এবং দুপুর ৩.৩০ মিনিটে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু রাজশাহী থেকে ঢাকা অভিমুখী পদ্মা আন্তঃনগর ট্রেনটি ৩.৫০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায়, ঢালার চর ৭৮০ নিন্মগামী ট্রেনটির সময়সূচী সাড়ে ৩ টার পরিবর্তে দুপুর ২টা অথবা সুবিধাজনক সময়ে পুনঃ নির্ধারণ করলে চাঁপাইনবাবগঞ্জ-বাসী ‘পদ্মা অন্তনগর’ ট্রেনে যাতায়াতের সুযোগ পাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।