ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস ও বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহ-গামী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালকসহ অন্তত ২০ জন বাসযাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বেলা ১১টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের পালাহার আমলীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সিলেট-গামী শামীম এন্ট্রারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব- ১৪-০৬৯৯) যাত্রীবাহী বাস ওভার টেক করতে গিয়ে বিপরীত দিকে থেকে আসা ময়মনসিংহ-গামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২০- ৫৬৭৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার উপর উল্টে পড়ে যায় এবং কাভার্ড ভ্যানটির সামনের চাকার পাতি ভেঙ্গে যাওয়ায় ভ্যানটি রাস্তার উপরই পড়ে থাকে। এসময় বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অজ্ঞাতনামা কাভার্ড ভ্যান চালকসহ অন্তত ২০ জন বাসযাত্রী গুরুতর আহত হন। তবে বাস চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিস এর একটি টিম দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান চালককে পা কাটা অবস্থায় কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয় পাশের তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এবং নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকারসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।