মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশী কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছে এক ভারতীয় কিশোর। শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) ডিসেম্বর দুপুরে বিএসএফের মাধ্যমে তার বাবা দুলাল সরকার ও মা প্রমিলা সরকার এর কাছে ভারতীয় কিশোর রোহি দাস সরকার-কে হস্তান্তর করেছে বর্ডার গার্ড (বিজিবি)। এর আগে গত বছরের ৩জুন মায়ের সঙ্গে অভিমান করে বাংলাদেশ সীমান্তে চলে আসেন ভারতীয় কিশোর রোহি দাস সরকার। তিনি উনকুটি ত্রিপুরা রাজ্য এর কৈলাশহর থানার পশ্চিম গোবিন্দপুর গ্রামের দুলাল সরকার এর পুত্র। সে সময় বাংলাদেশ সীমান্তে নিয়োজিত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা তাকে আটক করে। আটকের পর বিজ্ঞ আদালত ভারতীয় ওই কিশোরকে ৩ মাস ২০ দিনের কারাদণ্ড দেন। সাজার মেয়াদ শেষ হবার পরও অপ্রাপ্ত বয়স্ক ভারতীয় নাগরিক হওয়ায় কারাগার থেকে মুক্তি পায়নি কিশোর রোহি দাস সরকার। বিষয়টি একটি গণমাধ্যমে প্রচারিত হলে আইনজীবী বিভূতি তরফদার হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে একই সঙ্গে তাকে ফেরত দিতে নির্দেশনা চাওয়া হয়। ১১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শেষে রোহি দাসকে দ্রুত ভারতে ফেরত পাঠানোর নির্দেশ দেন। ওই নির্দেশের পর ১৪ ডিসেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রোহি দাসকে দ্রুত মুক্তি দিতে রায় প্রকাশ করেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী, শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) ডিসেম্বর দুপুরে বিএসএফের মাধ্যমে তার বাবা দুলাল সরকার ও মা প্রমিলা সরকার এর কাছে ভারতীয় কিশোর রোহি দাস সরকার-কে হস্তান্তর করেছে বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় উপস্থিত ছিলেন, বিজিবির পক্ষে নায়েব সুবেদার আবুল কাশেম, বিএসএফ এর পক্ষে ইন্সপেক্টর প্রতাপ, ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ এর পক্ষে এস আই আলমগীর, কৈলাশহর আইসিপি এর পক্ষে এস আই জসিম উদ্দিন, বাংলাদেশ জেলা কারাগার, মৌলভীবাজার এর পক্ষে মোঃ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।