মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “মানব সেবা আমাদের লক্ষ্য” শ্লোগান-কে লালন করে, মোহন ফাউন্ডেশন মৌলভীবাজার এর উদ্যোগে বিজয়ের মাস-জুড়ে চা-বাগান, স্কুল ও গ্রামে শীতবস্ত্র বিতরণ করছেন মোহন ফাউন্ডেশন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ম্যাজিক মোহন। বিতরণের ধারাবাহিকতায় শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়ন এর মৌলভী চা-বাগানে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ম্যাজিক মোহন এর সভাপতিত্বে ও সায়েম আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর এম.এমদাদুল হক মিন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি এ্যাড.গৌছউদ্দিন নিক্রন। এছাড়া সহযোগিতায় ছিলেন, চর্চা মৌলভীবাজার, আজাদ মিডিয়া ও প্রবাসীসহ অন্যান্যরা। একইভাবে, বিভিন্ন সময়ে শাহবন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাটে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠন এর প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, উপদেষ্টা রুয়েল চৌধুরী, উপদেষ্টা প্রবাসী দেলোয়ার হোসেন, সদস্য রুমেল আহমেদ। মোহন ফাউন্ডেশন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ম্যাজিক মোহন বলেন, প্রচারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্ট ও মানুষের কল্যাণ ও উপকার মূল লক্ষ্য। মানুষ, মানুষের জন্য, জীবন-জীবনের জন্য। মানবতার জয় হোক। সংগঠন এর সামাজিক কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ চলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।