All Menu

পঞ্চগড়ে চা চাষীদের জন্য প্রুনিং ও পরিচর্যা বিষয়ক দিনব্যাপী কর্মশালা

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের সদর উপজেলার চা চাষীদের জন্য চা আবাদির প্রুনিং ও পরিচর্যা বিষয়ক ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের আয়োজনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জগদল ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশ চা বোর্ডের মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ চা বোর্ডের চট্টগ্রাম অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক (পরিকল্পনা) সুমন শিকদার, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, স্মল টি অনার্স এন্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম খোকন, একতা ক্ষুদ্র চা চাষী সমিতির সদস্য রফিকুল ইসলাম, মাঝিপাড়া ক্ষুদ্র চা চাষী সমিতির সাধারণ সম্পাদক ইমরানুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ছায়েদুল ইসলাম সহ সদর উপজেলার বিভিন্ন এলাকার চা চাষিরা উপস্থিত ছিলেন। পরে টেকসই ও গুনগত মান সম্পন্ন চা উৎপাদনের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপযুক্ত অভিযোজন কৌশল শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলার ৫ জন চা চাষীর মাঝে প্লাকিং মেশিন বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top