All Menu

আমন্ত্রিত হিসেবে ভিয়েতনাম যাচ্ছেন অ্যাডভোকেট মো. মাসুক মিয়া

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আমন্ত্রিত হিসেবে যোগদানের জন্য মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো.মাসুক মিয়া বুধবার রাতে থাই এয়ারলাইন্সে ভিয়েতনাম যাচ্ছেন। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং জেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত রয়েছেন। আগামী ৭-১০ ডিসেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিতব্য “Confederation of Lawyers in Asia Pacific ” এর সভায় যোগদানের লক্ষ্যে বুধবার রাতে থাই এয়ারলাইন্সে ভিয়েতনাম যাচ্ছেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী সোহেল এর নেতৃত্বে তিন সদস্যদের বাংলাদেশের প্রতিনিধি উক্ত সভায় যোগদান করবেন। এ সফরের জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top